আগরতলা।।কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার আগে কর্পোরেট সংস্থাগুলি থেকে কর আসতো সাড়ে ৩৪ শতাংশ। বর্তমান সময়ে কর্পোরেট সংস্থা থেকে কর আসে ২৭.২ শতাংশ। বাকি কর তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে।
মোদী সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে এই তথ্য তুলে ধরলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। নরেন্দ্র মোদী সরকারের শ্রমিক বিরোধী নীতির সমালোচনা করতে গিয়ে সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বিজেপির নীতি হচ্ছে কিছু মানুষের সম্পদ বৃদ্ধির জন্যে কাজ করা। নরেন্দ্র মোদী সরকার আসার আগে কর্পোরেট সংস্থাগুলি থেকে কর আসতো সাড়ে ৩৪ শতাংশ। বর্তমান সময়ে কর্পোরেট সংস্থা থেকে কর আসে ২৭.২ শতাংশ। বাকি কর তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এই ভাবেই ধনীদের ছাড় দিচ্ছে মোদী সরকার। তিনি আরো বলেন ৪ টি শ্রম কোডের মাধ্যমে সরকার শ্রমিকদের ৮ ঘন্টা কাজের অধিকারকে কেড়ে নিয়েছে।
এখন কোনো সংস্থা ১০ ঘন্টা ১২ ঘন্টা শ্রমিকদের কাজ করালেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। রবিবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্ত ধারা অডিটরিয়ামে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রাসাদ দত্ত। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, দুপুরের পর থেকে অনেক মহকুমার সঙ্গে রাজধানীর বাস চলাচল এর সুযোগ নেই।
এদিনের এই সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে সহ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকর্তারা ।সম্মেলনে ইউনিয়নের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।