আগরতলা।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনকে সামনে রেখে রাজ্যে সরকার কাজ করে চলছে। বিজেপি কার্যকর্তাদের নিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
সেইসঙ্গে তিনি বলেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে প্রধান শর্ত হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা ঠিক না থাকলে ভালো কাজ সম্ভব নয় । রবিবার আগরতলা টাউনহলে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় ,সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু, রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ কয়েকজন বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে মন্ডল এবং জেলা স্তরের নেতৃবৃন্দ।
দুর্গাপূজার পর প্রতি বছরই দলের কর্মী সমর্থকদের নিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সভা করে থাকে প্রদেশ বিজেপি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার ও দল সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের নীতিতে কাজ করে চলছে। রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর জনজাতিদের সার্বিক উন্নয়নে জোর দেয়া হয়েছে, সমাজ পতিদের সাম্মানিক ভাতা ৫ হাজারটাকা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দাবি করেন বিজেপি সরকার রাজ্যে আইন শৃঙ্খলার উপর বিশেষ জোর দিয়েছে। রাজ্য পরিচালনার ক্ষেত্রে প্রধান শর্ত হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা ঠিক না থাকলে ভালো কাজ হয় না ।