আগরতলা।।রাজ্যে সন্ত্রাস ইস্যুতে ইদানিং শাসক বনাম বিরোধীদের মধ্যে রাজনীতি বেশ জমে উঠেছে। মান্দাই গণহত্যা নিয়ে বিজেপি এবার তোপ দাগলো সিপিএমকে। বাম সরকারের পৃষ্ঠপোষকতায় এই গণহত্যা হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

সন্ত্রাসবাদ নিয়ে রাজ্য রাজনীতি বেশ জমে উঠেছে। সিপিএমের বিস্তর অভিযোগের পর আবার পাল্টা দিলো বিজেপি। ১৯৮০ সালে মান্দাই গণহত্যার প্রসঙ্গ তুলে বামেদের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, তৎকালীন বামসরকারের পৃষ্ঠপোষকতায় এই গণহত্যা হয়েছে।

এক সপ্তাহ পর্যন্ত মান্দাইতে প্রশাসন পৌঁছেনি। অথচ সঠিক সময়ে পুলিশ ভূমিকা নিলে এই গণহত্যা রোখা যেত। সিপিএমকে আক্রমণ করতে গিয়ে তিনি আরো বলেন, ১৯৯৪ সালে রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ এ টি টি এফ বৈরীদের জন্যে সংরক্ষিত করেছিল বামফ্রন্ট সরকার। পরে মানুষের প্রবল চাপে এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে রাজীব বাবু ৫৬ তম gst কাউন্সিল এর বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্তের জন্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এই যুগান্তকারী সিদ্ধান্তে বহু অত্যাবশ্যকীয় পণ্যের GST কমানো হয়েছে। কোনো কোনো পণ্যের GST শুন্যে নামানো হয়েছে।

এদিকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস সেবা পাক্ষিক কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে নানা রকম সামাজিক কর্মসূচি। তার আগে জেলা ও মন্ডল স্তরে সেবা পাক্ষিক কর্মশালা হবে যেন এই কর্মসূচি সফল করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *