আগরতলা: বর্তমান ভারতবর্ষে সংবিধান আক্রান্ত। মানুষের মৌলিক, আইনি ও সংবিধানিক অধিকার বর্তমানে নানা ভাবে ক্ষত বিক্ষত। দেশের সংসদে ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনে এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন পালন করা হয় কংগ্রেসের তরফে। এদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসে সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলে ডঃ বি আর আম্বেদকরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ডঃ বি আর আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রনেতা ছিলেন না।

তিনি একজন অর্থনীতি বিদ, সমাজ সংস্কারকও ছিলেন। আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *