আগরতলা ।।তেলিয়ামুড়ায় একটি অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা বাঙালি। তাদের অভিযোগ, সিপিএম হচ্ছে বাঙালি বিদ্বেষী। এরাই হচ্ছে উগ্রপন্থীর স্রষ্টা।

এই বিষয়ে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জুনের দাঙ্গার প্রসঙ্গ টানেন। জুনের দাঙ্গায় ৬ হাজার বাঙালি খুন হয়েছে। বাঙালির কোটি কোটি টাকার সম্পদ নাস্তা হয়েছে। খগেন্দ্র জমাতিয়া কে, প্রশ্ন তুলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর প্রসঙ্গ টেনে বলেন, নৃপেন বাবু বলেছিলেন আমি যদি উপজাতির ঘরে জন্মাতাম আমিও উগ্রপন্থী হতাম। এর থেকে প্রমাণিত উগ্রপন্থীর জন্মদাতা কারা। গৌরাঙ্গ বাবু বলেন, দীর্ঘদিন ধরে সিপিএম ক্ষমতার বাইরে থাকায় তাদের এখন ক্ষমতার স্বাদ পাওয়ার বাসনা জেগে উঠেছে। কিন্তু ত্রিপুরার মানুষ কখনো তাদের ক্ষমতায় আনবে না।

সোমবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানান আমরা বাঙালির কার্যকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *