আগরতলা।।সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলো প্রদেশ মহিলা কংগ্রেস। এই উপলক্ষে সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক অনুষ্ঠান হয়।

১৯৮৪ সালে মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাই এই বিশেষ দিনে আইরন লেডি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে স্মরণ করা হয়। উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ। তিনি বলেন, মহিলাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার পেতে এবং তাদের লড়াই এর ময়দানে আনতে ইন্দিরা গান্ধী মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন বর্তমান শাসক দল ও কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষার কথা বললেও প্রকৃত অর্থে নারীদের কোনো নিরাপত্তা নেই। দিন দিন মহিলা সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে। অথচ এই সরকার কিছুই করতে পারছে না। এদিন মহিলা কংগ্রেসের এই কর্মসূচিতে মহিলা প্রতিনিধিদের ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *