আগরতলা: সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক জেলা গুলিতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছে মহিলা কংগ্রেস। বিভিন্ন জেলাতে ইতি মধ্যে কর্মসূচী সম্পন্ন হয়েছে।
শনিবার সদর জেলা মহিলা কংগ্রেসের তরফে হয় মিছিল ও বিক্ষোভ কর্মসূচী রাজধানীতে।সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে শুরু হয় এই রেলি। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিল পাশ হয়ে গেলেও তা এখনো কার্যকর হয়নি।
পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যে নারী ঘটিত অপরাধের ঘটনা বাড়ছে। রাজ্যে বেড়ে চলা নারী- শিশুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি জানানো হয় এদিনের কর্মসূচী থেকে।