আগরতলা।। রবিবার ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জয়নগর এলাকায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

এদিন উনার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। মন কি বাত অনুষ্ঠান শ্রবন করার পর মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী গোটা দেশবাসীকে একসূত্রে গেঁথে কিভাবে এগিয়ে চলছে তারই একটি প্রতিচ্ছবি হচ্ছে মন কি বাত অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন তার কিছু অংশ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেমন আমাদের কৃষ্টি সংস্কৃতি কথা আলোচনার মাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তাছাড়া দেশ স্বাধীন করতে গিয়ে যিনি সর্বপ্রথম আত্ম বলিদান করেছিলেন অর্থাৎ ক্ষুদিরাম বসুর কথা আজ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়ে থাকে প্রধানমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *