আগরতলা: বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে ফের সরব বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। বৃহস্পতিবার জিতেন বাবু প্রশ্ন তুলেন বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথ আনা স্বাধিকার ভঙ্গের নোটিসের বৈধতা নিয়ে।
জিতেন্দ্র চৌধুরী জানান বিধানসভার নিয়ম মেনে মন্ত্রী রতন লাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেননি। স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিতে হয় বিধানসভার সচিবের কাছে। কিন্তু মন্ত্রী রতন লাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিসটি উনার পিএস-র মাধ্যমে অধ্যক্ষের পিএস-র কাছে পাঠিয়েছিলেন। এটা বিধানসভার অধ্যক্ষের বক্তব্য। মন্ত্রী রতন লাল নাথের নোটিসটি বিধানসভার সচিবের অফিস হয়ে আসেনি।
তাই মন্ত্রী রতন লাল নাথ স্বাধিকার ভঙ্গের যে নোটিস জমা দিয়েছেন সেই নোটিস খারিজ করার জন্য বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।এখন দেখার অধ্যক্ষ চিঠির কি জবাব দেন?