আগরতলা: সনাতন ধর্মে মহিলাদের স্থান সবচেয়ে উপরে। মহিলাদের উন্নয়ন হলে তবেই একটা দেশের উন্নয়ন সম্ভব। মন কি বাত শোনার পরে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধান মন্ত্রী মন কি বাতের মাধ্যমে দেশবাসীর সামনে নতুন নতুন অজানা বিষয় তুলে ধরেন। এতে অনেক বিষয় জানার সুযোগ হয়। রাজ্যের বিভিন্ন মণ্ডলে বিজেপির তরফে মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়। বিভিন্ন মণ্ডলে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতারা। এই রবিবার মন কি বাত শুনতে মজলিশপুর মণ্ডলে যান সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
বিজেপির এক কর্মীর বাড়িতে বসে মন কি বাত শুনের রাজীব বাবু। সঙ্গে ছিলেন মণ্ডলের নেতৃত্ব।