জিরানিয়া।।কংগ্রেস এবং সিপিআইএমের অপপ্রচার ও চক্রান্ত – এর বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে মজলিশপুর মন্ডল কমিটির উদ্যোগে রবিবার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ডল সভাপতি এবং বিজেপির অন্যান্য কার্যকর্তারা।

এদিনের আয়োজিত বিক্ষোভ সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন তিনি পারফরমেন্সের উপর বিশ্বাস করেন। মানুষ যে আশা এবং বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছেন পাঁচ বছরে সেটা মানুষকে দিতে পেরেছে কিনা তাতে বিশ্বাস করেন তিনি। এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। সাবকা সাথ সবকা বিশ্বাস এ নীতিতে এই সরকার বিশ্বাস করে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

তিনি আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনে ৩৫ টি আসন নিয়ে একা সরকার গঠন করবে বিজেপি। এই রাজ্যে আর কখনোই কমিউনিস্ট-কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *