আগরতলা: মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শক্তির মহড়া প্রদর্শনী করার স্বর্ণিম মুহূর্ত। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় জমায়েত।। আগে থেকেই প্রচার করা হয়েছিল জমায়াতের উপস্থিত থাকবেন কানাইয়া কুমার। কিন্তু তা হলো না।। প্রচারে কানাইয়া কুমার থাকলেও এদিন জমায়েতে অনুপস্থিত ছিলেন তিনি।।

কংগ্রেসের নিচে তলার কর্মী সমর্থকদের কাছে কি বার্তা যাবে তা ভবিষ্যতেই ঠিক করবে।। যদিও এই জমায়েতকে সার্বিকভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে কোন ধরনের প্রচেষ্টা কিংবা হাল ছাড়তে দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বদের।। বর্তমান সময়ে দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থা যখন টালমাটাল ঠিক সেই পরিস্থিতিতে এদিনের এই জমায়েত কতটা কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে তা আগামী দিনেই ঠিক করবে।। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ওরিয়েন্ট চৌমুহনিতে অনুষ্ঠিত হয় কংগ্রেসের এই কর্মসূচি।।

প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় বিধায়ক বিরজিৎ সিনহা এবং সর্বভারতীয় কংগ্রেসের সেবা দলের সভাপতির উপস্থিতিতেই এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের চিরাচরিত বক্তব্যের মধ্যেই কংগ্রেসের কর্মী সমর্থকরা কতটুকু অক্সিজেন ফিরে পেল তা আগামী দিনেই ঠিক করবে।। এদিনের ভাষণে বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান।। বর্তমানে সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।। দুর্নীতি কাঠমানি থেকে আরম্ভ করে বেকারদের চাকরি ক্ষেত্রে কিভাবে হয়রানি করা হচ্ছে সেই বিষয় নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।। যদিও বর্তমান সময়ে কংগ্রেসদলের কর্মী সমর্থকদের উপস্থিতির হার যতটা হবার আশা করেছিল কংগ্রেস নেতৃত্বরা সেরকম ভাবে মাঠ ভরাতে ব্যর্থ হয় প্রদেশ নেতৃত্ব।।

যদিও এদিনের এই রাজনৈতিক জমায়েত থেকে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ভূমিকম্প আসতে চলেছে বলে বার্তা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *