আগরতলা: ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা তৈরি করতে হবে। এর মাধ্যমে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে তুলতে সংকল্পবদ্ধ আমরা। এই দিশায় সাংগঠনিক কার্য্যক্রম করে চলছে ভারতীয় জনতা পার্টি। আর কমিউনিস্ট ও কংগ্রেসের মতো রাজনীতি আমরা করবো না। ভারতীয় জনতা পার্টি পেশিশক্তি নয়, উন্নয়নে বিশ্বাস করে।

                          
আজ ভারতীয় জনতা পার্টির বড়জলা মন্ডলের উদ্যোগে রাজধানী সংলগ্ন লঙ্কামুড়ায় আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
                            সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, জীবনকে চেনার একটা পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এডিসি চলো। এর পাশাপাশি বাকি আসনগুলি যেখানে বিরোধীরা জিতেছে সেগুলি আমাদের লক্ষ্য। তবে পেশী শক্তির দ্বারা নয়, উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা সেটা করতে চাই। কারণ পেশী শক্তির উপর ভিত্তি করে রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না। মুখ্যমন্ত্রী বলেন, এখন আমাদের লক্ষ্য হচ্ছে এডিসিতে জয়লাভ করা। সেই সঙ্গে বিরোধী সিপিএম যে ১০টি আসনে জয়ী হয়েছে এবং কংগ্রেসের আরও তিনটি আসনে জয়লাভ করা। আমরা কমিউনিস্টদের মতো রাজনীতি করব না। ভোটাররা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি মনে করি যে আমরা পেশীশক্তির উপর ভিত্তি করে রাজনীতি করব, তা দীর্ঘস্থায়ী হবে না। এর উদাহরণ হচ্ছে কংগ্রেস জোট সরকার। নির্বাচনে হারজিত রয়েছে। কিন্তু আমরা কখনো ময়দান ছেড়ে যাবো না। আগামী ২০২৮ নির্বাচনে বড়জলায় কি হতে চলেছে আজকে আপনাদের ভারী মাত্রায় উপস্থিতি সেটা বলে দিচ্ছে। সেই লক্ষ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নকশাল বা কমিউনিস্টদের মতো রাজনীতি করি না। কমিউনিস্টরা বলতো বন্দুকের নল থেকে রাজনীতির শক্তি। কিন্তু আমি এমনটা বিশ্বাস করি না। 
                            মুখ্যমন্ত্রী বলেন, গায়ের জোরে রাজনীতি হয় না। কেউ যদি অন্যায়ভাবে কিছু করে তবে প্রতিবাদ করতে হবে। এক্ষেত্রে যেটা করার দরকার সেটা করা হবে। কমিউনিস্ট ও কংগ্রেসের মতো রাজনীতি আমরা করবো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। আগে আমরা দেখতাম রাজনীতির নামে দুর্নীতি, কেলেঙ্কারি ইত্যাদি। বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানো, উগ্রপন্থী সৃষ্টি করা ইত্যাদি করেছে। আর তারা সৃষ্টি করেছে। এখন আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে নেতৃত্বে সেসব সমস্যার সমাধান করছি। 
                               মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের কার্যকর্তাগণ সমাজের প্রতিনিধি। অথচ সিপিএম সারা রাজ্যে হিংসা ও অশান্তি সৃষ্টি করে গিয়েছে। রাজ্যে বিজেপি আসার পর আমরা সারা রাজ্যে উন্নয়নমূলক কাজ করছি। বিশেষ করে গ্রামের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন। যদিও সিপিএম মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করেছে। আর আমরা উন্নয়নমূলক কাজে বিশ্বাস করি। ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে জিডিপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও উন্নত হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো থাকার কারণে মানুষ বিনিয়োগের জন্য এখানে আসছেন। আমরা স্বচ্ছ উপায়ে চাকরি প্রদান করছি। 

                              সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন কি বাত কার্যক্রমের ত্রিপুরা প্রদেশ ইনচার্জ রতন ঘোষ, সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, বড়জলা মন্ডলের সভাপতি সহ অন্যান্য কার্য্যকর্তা ও পদাধিকারীগণ। এদিকে এদিনই বামুটিয়া মন্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেখানে উপস্থিত দলীয় পদাধিকারী এবং কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *