আগরতলা।।ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে একদিনের বর্ধিত সভার আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে। নেশা নয় চাকরী চাই, এই স্লোগানকে সামনে রেখে বর্ধিত সাভার আয়োজন।

তাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিত সিনহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রয়বর্মন তার বক্তব্যে বিজেপিকে এক হাত নেন। বলেন, বিজেপির একটা অংশ টাকা কামাচ্ছে। আর ছাত্র যুবরা নেশায় ডুবছে। নেই কর্মসংস্থান অথচ দ্রব্যমূল্য বাড়ছে।

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন,ওরা চায় ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান ল্যাঙ্গুয়েজে , ওয়ান রিলিজিওন। সুদীপ এদিন যুব কংগ্রেস কর্মীদের উদ্দেশে বিজেপির বিরুদ্ধে সাহস নিয়ে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলা ভাষাকে অবদমনের চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের ১১টি ক্লাসিক্যাল ভাষার মধ্যে বাংলা রয়েছে। কংগ্রেস সমস্ত ভাষার মানুষদের প্রতি শ্রদ্ধাশীল। সুদীপ আরো বলেন, নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি।

ভোটার তালিকা থেকে ব্যাপক হরে ভোটারদের নাম বাদ দেওয়ারও সমালোচনা করেন তিনি। বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তিনি সবাইকে একতাবদ্ধ ভাবে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *