আগরতলা : ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে আগরতলার নোয়াগাঁও এলাকা।

অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে সম্মেলন ভেস্তে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। মঞ্চ ভাঙচুর, ডেকোরেটরদের ভয়ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগরে দেন ৬ আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি অভিযোগ করে বলেন,“যারা সুশাসনের কথা বলে, তাঁদের কাছে আজ প্রশ্ন — কোথায় সেই সুশাসন? আমাদের একটি গণতান্ত্রিক কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা উঠে পড়ে লেগেছে।”বিধায়ক আরও অভিযোগ করেন, সম্মেলন করার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। পাশাপাশি, মঞ্চ প্রস্তুতকারী ডেকোরেটরদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং প্রস্তুত করা মঞ্চ ভেঙে ফেলা হয়।

ফলস্বরূপ বাধ্য হয়ে সংগঠনের নেতৃত্ব খোলা আকাশের নিচে, মাটিতে বসেই সম্মেলন পরিচালনা করেন। এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের একাধিক নেতৃত্ব। তাঁরা সবাই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং একে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন।

আশীষ কুমার সাহা বলেন,“একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সম্মেলনে বাধা দেওয়া মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। প্রশাসনের নীরব ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক।” অন্যদিকে, এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন রাখা হয়। তবে এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঞ্চ ভাঙচুর, হুমকি ও বাধার মধ্যেও খোলা আকাশের নিচে বসে সম্মেলন সম্পন্নের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গোটা বিষয়টি গণতন্ত্র ও রাজনৈতিক পরিসরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *