আগরতলা: বিশালগড়ে বৃহস্পতিবার থেকে ছয় দিন ব্যাপী শুরু হলো বুথে বুথে একতা পদযাত্রা। এদিন বিশালগড় বাইদ্যাদিঘী স্কুল মাঠ সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণ থেকে একতা পদযাত্রার সূচনা করেন বিধায়ক সুশান্ত দেব।
আগামী ছয়দিন ব্যাপী চলবে এই পদযাত্রা। ঐক্যবদ্ধ বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড়, উন্নত বিশালগড়, সকল স্তরের বিশালগড় বাসীকে এক সূত্রে গাঁথার প্রয়াসে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধের বিস্মরণ ঘটাতে সর্বোপরি সকলকে জাগিয়ে তুলে স্বপ্নের বিশালগড় কে বাস্তবে পরিণত করতে অঙ্গীকার করেছেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন এই কার্যক্রম রাজ্যের ইতিহাসে ঐতিহাসিক কার্যক্রম হবে। সারা রাজ্যের মধ্যে বিশাল করে বিজেপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী পরিবেশ রয়েছে।
আগামী প্রত্যেকটি নির্বাচনে বিশালগড়ে বিরোধী দলের জামানত জব্দ হবে। প্রত্যেকটি বুথে পদ্মফুল ফোটানোর লক্ষ্যমাত্রা কে সামনে রেখে এবং উন্নয়ন যজ্ঞ কে মানুষের সামনে তুলে ধরতে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিশালগড়ে ১ থেকে ৬০ বুথে প্রতিটি কোণায় কোণায় উন্নয়ন পৌঁছে দেওয়ার দৃঢ সংকল্পে সুশান্ত দেব নিরলস প্রচেষ্টা জারি রেখেছেন। তাই বৃহস্পতিবার থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিশাল ঘরের প্রতিটি বুথে পদযাত্রার মধ্য দিয়ে বিশালগড় কে এক সূত্রে গাঁথার উদ্যোগে সুশান্ত দেব শুধু অঙ্গীকারই করেছেন তা নয়, তিনি স্বপ্ন দেখছেন তার প্রিয় ঘরকে বিকশিত করার।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই হোক আর উন্নয়নের বার্তাই হোক, বিশাল গড়ে ব্যাতিক্রমী কর্মসূচি সংঘটিত করার মধ্য দিয়ে জনতার হৃদয় স্পর্শ করার ক্যারিশমা দেখাচ্ছেন সুশান্ত। গোটা বিশালগড়কে সাংগঠনিকভাবে মজবুত করার জন্য প্রয়াস জারি রেখেছেন। জনজাতি এলাকায়ই হোক কিংবা সংখ্যালঘু এলাকায়ই হোক আবার যুবক থেকে শুরু করে মহিলা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যান ডায়নামিক বিধায়ক সুশান্ত দেব।
জনগণের দরবারে বরাবরই থাকেন। জনতার দ্বারে থাকেন জনপ্রতিনিধি। মানুষের মন ছোঁয়ার পাশাপাশি ভোট নামক মজবুত শক্তিকে পাখির চোখ করে এজন্য ‘ ২৮ র মহারণ এর আগেই সুশান্ত দেবের রাজনৈতিক বিচক্ষণতার কর্মসূচি।
