আগরতলা:পাহাড় দখল করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি। এখনো এডিসি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরমধ্যেই শাসক বিরোধী সবাই এডিসি এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে।
তারই অঙ্গ হিসাবে শুক্রবার আই পি এফ টি পার্টির সেন্ট্রাল কমিটির এজিএস/মুঙ্গিয়াকামী ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাসভবনে তেলিয়ামুড়া আইপিএফটি পূর্ব ডিভিশনাল কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।এই সভার মধ্যে দিয়ে হলুদিয়া ভিলেজ ও পূর্ব লক্ষ্মীপুর ভিলেজ এলাকার ছয় পরিবারের ১৩ ভোটার আই পি এফ টি পার্টি তে যোগ দান করেন।সদ্য পদত্যাগ কারি সদস্য দের আই পি এফটি দলে বরণ করে নিন এ জি এস সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া পূর্ব ডিভিশনের সভাপতি রতন দেববর্মা,তেলিয়ামুড়া পূর্ব ডিভিশনের সম্পাদক ধনঞ্জয় রিয়াং আরো অন্যান্যরা।
আইপিএফটি নেতা সুনীল দেববর্মার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জনজাতিদের আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্যে তিপ্রাল্যান্ড এর দাবি নিয়ে প্রথম আন্দোলন শুরু করেছে আই পি এফ টি। তাই এই আন্দোলনকে শক্তিশালী করতে আইপিএফটি রাজের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন আইপিএফটির মূল লক্ষ্য হচ্ছে জনজাতিদের আর্থিক ও সাংবিধানিক সুযোগ-সুবিধা গুলো সঠিকভাবে যেন পেতে পারে।
আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এন সি দেববর্মা তিপ্রা ল্যান্ডের দাবিতে আন্দোলন শুরু করেছিল।আর সেই আন্দোলন এখনো আইপিএফটি চালিয়ে যাচ্ছে।
