আগরতলা: বিজেপি সরকারের ৭ বছর সময়ে ১৭ হাজার ৬৪৫ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এই সকল চাকরি দেওয়া নিয়ে কোথাও কোন চ্যালেঞ্জ হয়নি। যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হারানোর কোন ভয় নেই।মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
মঙ্গলবার আগরতলা শহরে জনসমাবেশ করে শক্তির জানান দেয় প্রদেশ কংগ্রেস। এই সমাবেশে কংগ্রেস নেতৃত্ব-র বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন করে পাল্টা দিলেন বিজেপি মুখপাত্র। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য নাম না করে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। কংগ্রেস নেতৃত্ব অসত্য কথা বলেছেন।
তাদের এই সকল অসত্য কথা মানুষ গ্রহণ করে নি। তিনি অভিযোগ করেন ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সময় সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে।