আগরতলা: ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ কোনভাবেই বরদাস্ত করা হবে না। হেজামারার ঘটনায় জড়িত অভিযুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এক্ষেত্রে আইন আইনের পথে চলবে। মান্দাইয়ে বিজেপি অফিস আগুনে পুড়ানোর ঘটনায় চক্রান্ত রয়েছে।
আজ জিবি হাসপাতালে হেজামারার ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে এই কঠোর হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এবিষয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ সাহা বলেন, গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে হেজামারায় সেবা পাক্ষিক কর্মসূচি শুরুর পূর্বে, তিপ্রা মথা আশ্রিত একদল দুষ্কৃতি জনজাতি মোর্চার প্রদেশ সহ-সভাপতি মঙ্গল দেববর্মা সহ একাধিক কর্মীর ওপর নৃশংস আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন মঙ্গল দেববর্মা, এক সাংবাদিক কমলকান্তি ত্রিপুরা সহ কয়েকজন। তাদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর আজ এই ঘটনায় আহতদের খোঁজখবর নিতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টির প্রাণ সঞ্চিত রয়েছে প্রতিটি কার্যকর্তার মধ্যে। তাদের উপর এধরনের আঘাত আমাদের সরকার কোনভাবেই বরদাস্ত করবে না। এই নিন্দনীয় ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন, এবারের বিধানসভায় শরিক দল হয়েও তারা তাদের কথা বলেছে। এবার আমরাও আমাদের কথা বলবো। আইন আইনের কথা বলবে। পুলিশ পুলিশের কথা বলবে। কাউকে বিনা কারণে মারধোর করবে, সেটা তো হবে না। এধরণের রাজনীতি আমরা করছি না। ভারতীয় জনতা পার্টি ও আমাদের সরকার সবসময় শান্তিতে বিশ্বাস করে।
ডাঃ সাহা আরো বলেন, গতকালও মান্দাইয়ে আমাদের দলীয় অফিস আগুন দিয়ে পুড়ানো হয়েছে। এর পেছনে একটা চক্রান্ত রয়েছে এবং অনেক লোক এরমধ্যে যুক্ত রয়েছে। এই অবস্থায় আইন আইনের পথে চলবে। সরকারও সেই দিশায় কাজ করবে।