নিউ দিল্লি।।মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নীতিন নবীন।নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি এই দায়িত্ব বুঝে নেন।

৪৫ বছর বয়সী নীতিন নবীন বিজেপির ইতিহাসের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হিসেবে রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল নীতিন গড়করির (৫২ বছর বয়সে সভাপতি হয়েছিলেন)। উল্লেখ্য ১৯ জানুয়ারি মনোনয়ন পর্ব শেষে তিনি একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।তিনি হলেন বিহারের প্রথম কোনো নেতা যিনি বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক পদে আসীন হলেন। তিনি বিহারের বাঁকিপুর কেন্দ্রের টানা পাঁচবারের বিধায়ক এবং বিহার সরকারের সড়ক নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রকের প্রাক্তন মন্ত্রী। তিনি বিজেপির প্রবীণ নেতা প্রয়াত নবীন কিশোর সিনহার পুত্র।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “দলের ক্ষেত্রে নীতিন নবীনই এখন থেকে আমার বস।”জাতীয় সভাপতি হওয়ার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে।বিজেপির ১২তম জাতীয় সভাপতি হিসেবে তাঁর এই নিয়োগকে দলে একটি বড় ধরণের প্রজন্মগত পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *