আগরতলা: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শুক্রবার বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩১,৯৯৩.৮৮ কোটি টাকা। বাজেট ঘাটতি ৪২৯.৫৬ কোটি টাকা।

এই বাজেট জনকল্যাণমুখী বাজেট বলে দাবি করল প্রদেশ বিজেপি। শনিবার বিকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বিরোধী দল সিপিআইএম -কে আক্রমণ করে বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বলছে এটা দিশাহীন বাজেট। তারা নিজেরাই দিশাহীন হয়ে গেছে এবং তারা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো জীবনযাপন করছেন। তাই উন্নয়নমুখী এবং জনকল্যাণমুখী বিকাশ বাজেটের সমালোচনা করছে। তিনি রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার একটা জবাবদেহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে সমতল পর্যন্ত সকলের উন্নয়নের জন্য কাজ করছে।

রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ৩ শতাংশ ডিএ ও ডিআর ঘোষণা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *