আগরতলা।।সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত বিভিন্ন ইস্যুতে মাঠে নামলো সিপিআইএম। তাদের এই দাবিগুলি সমর্থনে বুধবার আগরতলায় গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় । তাতে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের বেশির ভাগ নেতৃবৃন্দ।
বিদ্যুৎ, রান্নার গ্যাস, যানবাহনের জ্বালানি গ্যাস, পানীয় জল, দুধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম বাড়ি বাড়ি যে স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নিয়েছে, এর ফলে সাধারণ মানুষ আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জনগণের না বিশ্বাস উঠেছে এই সকল সামগ্রিক মূল্যবৃদ্ধির জন্য বলে অভিযোগ বিরোধী দল সিপিআইএমের। অবিলম্বে বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং স্মার্ট মিটার প্রত্যাহার করার দাবিকে সামনে রেখে এবার সরব হয়েছে সিপিআইএম দল। তাদের এই দাবিগুলির সমর্থনে বুধবার রাজধানী আগরতলায় এক ধর্ণা কর্মসূচির আয়োজন করে।
রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নেতৃবৃন্দ সাধারণ মানুষদের নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রতিশ্রুতি গুলি দিয়ে ছিলেন।
সেই সঙ্গে তিনি বলেছিলেন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি গুরু পূরণ না করে তাহলে তিনি আর এই রাজ্যে আসবেন না। কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষকে দেওয়া প্রতিশ্রুতি গুলি পূরণ করছে না।