আগরতলা: আগস্টের বন্যায় ক্ষতি পূরণের জন্য সম্প্রতি কেন্দ্রের সরকার ত্রিপুরাকে ২৮৮ কোটি টাকার উপরে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এই সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যবাসির পাশে থাকার জন্য এবং রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে মোদী জির সরকার কাজ করছেন এরই একটি নিদর্শন।
মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আর্থিক সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানায় ত্রিপুরা প্রদেশ বিজেপি। মুখপাত্র এদিন অভিযোগ করেন, কেন্দ্রের তরফে এই আর্থিক সাহায্যের পরে বিরোধী দল সিপিএম-র তরফে একে নিয়ে কটূক্তি শুরু হয়েছে।সুব্রত বাবু সিপিএম-র সমালোচনা করে মন্তব্য করেন বিগত বাম সরকারের লক্ষ্য ছিল মানুষের অভাব জিইয়ে রেখে লেজুর বৃত্তি করতে বাধ্য করা যাতে করে সিপিএম-র দাসত্ব করবে। সিপিএম-র এ ধরণের কটূক্তির তীব্র নিন্দা ও ধিক্কার জানায় বিজেপি।
পাশাপাশি এদিন সুব্রত বাবু জানান রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষে সম্প্রতি মন্ত্রীসভা বিভিন্ন দপ্তরে ৩১৫ টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সময়োপযোগী বলে দাবি করেন বিজেপি মুখপাত্র।