আগরতলা।।৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ২৭ নং বুথে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবন করার পর বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, প্রতিমাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনার জন্য দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকে। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেন ভারতবাসীর সামনে। যা ভারতবাসী সহ আগামী ভারতবর্ষের জন্য এক অনুপ্রেরণা। একইভাবে জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মান কী বাত বিশাল সংখ্যক মানুষ উপস্থিত থেকে এ অনুষ্ঠান শ্রবণ করেন।

প্রধানমন্ত্রী দেশের মহিলাদের সশক্তি করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করছেন। তাছাড়াও এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *