আগরতলা।।প্রদেশ বিজেপিতে কোনোরকম ফাটল কিংবা বিরোধ নেই। সবাই সংগঠনকে মজবুত করার জন্যে কাজ করছেন। এই দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
সম্প্রতি ধর্মনগর যাওয়ার পথে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পথ আটকায় পুলিশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুব্রত বাবু বলেন, প্রতিমা ভৌমিক ব্যক্তিগত ভাবে কিছু বলে থাকলে উনার কোনো বক্তব্য নেই। কিন্তু পুলিশ প্রশাসনকেতো নিরাপত্তার বিষয়টি দেখতেই হয়। নিরাপত্তার খাতিরেই পুলিশ এই পদক্ষেপ নেয়। বুধবার প্রদেশ বাপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি।
কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্যে আগমন প্রসঙ্গে তিনি বলেন, ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন ঘিরে রান ফর ইউনিটি হবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত রয়েছে বিভিন্ন সাংগঠনিক ক্রিয়াকলাপ। তাছাড়া স্বদেশী উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত বিভিন্ন বিষয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয় বলে জানান সুব্রত বাবু। তবে বৈঠক শেষ হওয়ার পর বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার মন্ত্রী সাভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির জন্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় রাজ্য সরকারকে। বিদ্যুৎ নিগমে ১০৪ জন ইঞ্জিনিয়ার নিয়োগ, নলচড়ে মহিলা মহাবিদ্যালয় নির্মাণ, অন্তদয় পরিবারভুক্ত পরিবারে কন্যা সন্তান জন্মালে এক কালীন ৫০ হাজার টাকার ফিক্সট ডিপোজিট করে দেওয়ার মতো সিদ্ধান্তগুলির জন্যে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
