আগরতলা:বৃহস্পতিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক ও বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা , প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কৃষিমন্ত্রী রতন লাল নাথ প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন ত্রিপুরার বিভিন্ন জেলার জেলা স্তরের জেলা সভাপতিদের নতুনভাবে নিযুক্ত করা হয়েছে। নবনিযুক্ত জেলা সভাপতিরা ও এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার অফিস বেয়ারারদের নিয়েও বৈঠক হয়েছে বলে জানা যায়।
তাতে করে আগামী দিনের বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে এবং তার নির্ঘণ্ট নিশ্চিত করা বলে জানালেন বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী