আগরতলা: জাতভিত্তিক জনগণনা করে কবে ঘোষণা দেওয়া হবে তা কেন্দ্রের তরফে জানানোর দাবি।
এই দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা। শুক্রবার চার সংগঠনের তরফে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা যথাক্রমে নিরঞ্জন দাস, মনোরঞ্জন দেবনাথ, শব্দকুমার জমাতিয়া ও রুহুল আমিন।তারা একই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অভিনন্দন জানান। কারণ দীর্ঘ বছর ধরে সংসদের ভিতরে ও বাইরে রাহুল গান্ধী জাত গণনার দাবি করে আসছিলেন।
কারণ দেশের পিছিয়ে পড়া মানুষ বর্তমান সরকারের আমলে বঞ্চনার শিকার হচ্ছে।তারা বলেন,কেন্দ্রীয় সরকার ৩০ এপ্রিল জাত ভিত্তিক জনগণনার ঘোষণা দিয়েছে। সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানায় প্রদেশ কংগ্রেস।