আগরতলা।।পুলিশ প্রাশাসনে দাবি জানানো সত্ত্বেও প্রচারে নিরাপত্তা কর্মী না দেওয়ায় সরকারের সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় । সেইসঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি ও স্মার্ট মিটার ইস্যুতেও সরব হন।
নরেন্দ্র মোদির মন কি বাত এর পরিবর্তে জনগণের জন কি বাত প্রচারপত্র নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন বনমালিপুর কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার তিনি কতিপয় কর্মী সমর্থক নিয়ে লাল বাহাদুর এলাকায় প্রচারে বের হন। বিধায়ক গোপালচন্দ্র রায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। সেইসঙ্গে বলেন। সম্প্রতি উনার উপর হামলা হয়েছে। তাই এখানপ্রচারে বের হওয়ার আগে পুলিশ প্রশাসনে চিঠি লিখে তিনি নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা দেওয়া হয়নি। এর জন্যেও তিনি ক্ষোভ ও উষ্মা ব্যক্ত করেন।
গোপাল বাবু এদিন আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে মুখ্যমন্ত্রী যেন উদ্যোগী হন। সবশেষে গোপাল বাবু বলেন, কংগ্রেসের আন্দোলন চলবে। কংগ্রেস ছিল আছে থাকবে। উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই জন কি বাত কর্মসূচিতে বনমালিপুর কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কংগ্রেসের এই প্রবীণ বিধায়ক।