আগরতলা।।বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সরাসরি বিরোধিতা করলো বিজেপি। প্রদেশ বিজেপির বক্তব্য, ত্রিপুরায় সার্বিক ভাবে উন্নয়ন হচ্ছে। বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাই রাজ্যবাসী বন্ধের বিরোধিতা করবে।

বিজেপি সবসময়েই কর্মনাশা সর্বনাশা ধর্মঘটের বিরোধী। বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ বামপন্থীদের ডাকা ধর্মঘটের তীব্র বিরোধিতা করলো প্রদেশ বিজেপি। তাদের বক্তব্য রাজ্যবাসী বন্ধের বিরোধিতা করবে। তার জন্যে বিজেপিকে পৃথকভাবে কোনো প্রচেষ্টা চালাতে হবে না। তবে রাজনৈতিক দল হিসাবে তারা তাদের বার্তা অবশ্যই রাখবে।

মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, একদিন ধর্মঘটে ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়। বিরোধীরা উন্নয়নের গতিকে স্তব্ধ করে দিতে ও মানুষের দিস ঘুরিয়ে দিতে ধর্মঘট ডেকেছে কিংবা একে সমর্থন করছে। তিনি রাজ্যে উন্নয়নের কিছু তথ্যও তুলে ধরেন। বলেন , রাজ্যে এখন ৮ টি জাতীয় সড়ক হয়েছে। ২০তীর উপর এক্সপ্রেস ট্রেন চলছে। ১৬তীর উপর বিমান উঠানামা করছে। ডেন্টাল কলেজ , ফরেনসিক ইউনিভার্সিটি সহ শিখায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতার পরিমান অনেকটা বাড়ানো হয়েছে। কিষান সম্মান নিধি সহ কৃষকদের জন্যে রয়েছে বিভিন্ন প্রকল্প। এদিনের সাংবাদিক সম্মেলনে পাপিয়া দত্তের সঙ্গে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদারও ছিলেন। বিজেপি কর্মনাশা, সর্বনাশা বন্ধের সবসময়েই বিরোধী বলে দাবি করে । এদিন বিজেপির বক্তব্য থেকে স্পষ্ট বনধ এর বিরোধিতায় তাদের মাঠে নামতে হবে না বললেও দলের যে বার্তা তা প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজনে মাঠে নামতেও পারে।

বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় এখন বুধবার ধর্মঘটের প্রভাব কতটা পড়ে সেটাই দেখার। কংগ্রেস ও সিপিএম ধর্মঘটকে সমর্থন করলেও পিকেটাররা মাঠে নামবেন কিনা সেই বিষয়ে কিছু জানায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *