আগরতলা: রাজধানীতে শক্তি দেখাল প্রদেশ কংগ্রেস। জনসভায় জনজাতি লোকজনের অংশগ্রহণ ছিল ভালো। এদিনের জনসভায় শাসক দলকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করেন কংগ্রেস নেতৃত্ব। গণতন্ত্র হত্যা, বেরোজগারী, দুর্নীতি, দারিদ্রতা, আইন-শৃঙ্খলা রক্ষায় বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে প্রদেশ কংগ্রেস। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে হয় জনসভা।
জনসভায় কংগ্রেস নেতা কানাইয়া কুমার উপস্থিত থাকবেন বলে প্রথম থেকে প্রচার করা হয়েছিল। কিন্তু না এলেন না কানাইয়া কুমার। জনসভায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস নেতা- কর্মীরা অংশ নেন। এদিন সিপিএমকে নিশানা করেন কংগ্রেস বিধায়ক সুদীপ। তিনি কমিউনিস্ট কর্মীদের উদ্দেশ্যে আবেদন রাখেন বিজেপিকে হারাতে হলে কংগ্রেসে যোগদান করার জন্য। কারণ সিপিএম জনসমর্থন পুরোপুরি হারিয়েছে।
জনসভায় উপস্থিত ছিলেন সেবাদলের জাতীয় সভাপতি লালজি দেশাই, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, বীরজিত সিনহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যরা।এদিনের সভায় বিভিন্ন দল ছেড়ে তিন শতাধিক ভোটার কংগ্রেসে শামিল হয়েছেন বলে দাবি দলীয় নেতৃত্বের।