আগরতলা ।।জাতীয়তাবাদী দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০ তম জন্মদিবস উদযাপন করা হলো রাজ্যে । বৃহস্পতিবার এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ । এদিন উপস্থিত সকল নেতৃবৃন্দ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন,এই মহতী দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের প্রচার ও প্রসারের জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পেছনে কোন উদ্দেশ্য ছিল না। একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবেন। এই ভিত্তিতেই ভারত এবং পাকিস্তান নামের দুটি দেশের সৃষ্টি হয়েছে। এই দেশভাগের ষড়যন্ত্রকারীদের মধ্যে কেউ কেউ আবার দেশকে ভাঙার জন্য তৎপর হয়েছিলেন । এই অবস্থায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ১৯৫১ সালে দেশের অখন্ডতাকে রক্ষা করার লক্ষ্যে জনসংঘ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন।

এই সংগঠনে যোগদান করেছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ত উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *