তেলিয়ামুড়া।। গ্রেটার তিপ্রাল্যান্ড এবং অবৈধ অভিবাসীদের ভারত তথা ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করার কাজ তরান্বিত করার দাবী নিয়ে তিপ্রামথা দল দিল্লির উদ্যেশ্যে পদযাত্রা শুরু করল।

রাজ্যের রাজধানী আগরতলা থেকে পদযাত্রা করে দিল্লির উদ্যেশে রওনা দিল তিপ্রা মথা দলের কর্মী এবং তাদের যুব সংগঠনের সদস্যরা। রবিবার এই পদযাত্রা পৌছায় তেলিয়ামুড়া শহরে। তাদের এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে দলের এক কর্মকর্তা জানান যে, আজ থেকে প্রায় ১৮ মাস পুর্বে তিপ্রাসাদের নিয়ে তিপ্রামথা দলের দাবী ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা। কিন্তু আজ অব্দি তা বাস্তবায়ন করা হয়নি।

এছাড়াও কেন্দ্রীয় সরকার দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিতারিত করার যে মেমোরেন্ডাম বের করেছিল, ত্রিপুরা রাজ্যে তার বাস্তবায়নে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। সতন্ত ভারত বর্ষের নাগরিক হিসাবে য়ারা তাদের দাবী দিল্লি তথা কেন্দ্রীয় সরকারের কাছে পৌছে দেওয়ার উদ্যেশ্যে এই পদযাত্রা বলেও জানান উনারা।

তিপ্রামথা দলের নেতৃত্ব ছাড়াও এই পদযাত্রায় উপস্থিত রয়েছে ১১ মহারানী কেন্দ্রের ওয়াই টি এফ এর ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *