আগরতলা: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।। শুক্রবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
রাজ্য সরকারের প্রধান উন্নয়নের উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং আরও অগ্রগতির জন্য কেন্দ্রের কাছ থেকে তার মূল্যবান নির্দেশিকা এবং সমর্থন কামনা করেন। এদিন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন । সাক্ষাৎকার কালে রাজ্যে বিভিন্ন বিভাগে সুপার স্পেশালিটি পরিষেবার উন্নতি সহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন।
পাশাপাশি বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।