আগরতলা: রাজধানীতে ভিআই পি সড়কে টায়ার জ্বালিয়ে ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ টিএসএফ-র। দাবির প্রতি সমর্থন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের।
সার্কিট হাউসের সামনে টিএসএফ-র আন্দোলনস্থলে যান তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। পূর্ব ঘোষণা মতো শুক্রবার রাজ্যে ধর্মঘটের ডাক দেয় টি এস এফ। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে টি এস এফ কর্মী- সমর্থকরা। রাজধানীর সার্কিট হাউসের সামনে পথ অবরোধ করে তারা। এক সময় টায়ার জ্বালিয়ে আন্দোলনে শামিল হয় টি এস এফ কর্মীরা। তারা জানায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। টি এস এফ নেতৃত্বের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ককবরক ভাষায় রোমান স্ক্রিত চালুর । কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। তাদের অভিযোগ জনজাতি ছাত্রদের ক্যারিয়ার নিয়ে রাজনীতি করা হচ্ছে।এর প্রতিবাদ জানায় সংগঠন।এদিকে এদিন বিধানসভায় শুরু হয় বাজেট অধিবেশন। অধিবেশনে যাওয়ার সময় পথ অবরোধে আটকে পড়েন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি টি এস এফের দাবির প্রতি সমর্থন জানান। সুদীপ বাবু বলেন, এই দাবি নিয়ে সরকার তালবাহানা করছে। জনজাতিদের ভাবাবেগ সরকাকে উপলব্ধি করতে হবে। এভাবে চলতে দেওয়া যায় না। আগের বাম সরকার ও বর্তমান সরকারের কোন হেলদোল নেই। ককবরক ভাষার স্ক্রিপ্ট দ্রুত যাতে রোমান স্ক্রিপ্টে করা হয় সেই দাবি তিনি জানান।এদিকে সার্কিট হাউসের সামনে ছাত্র সংগঠনের আন্দোলন স্থলে যান তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি আন্দোলন কারীদের সঙ্গে অবরোধে বসেন।
তিপ্রা মথার প্রধান জনজাতি ছাত্রদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, এটা ন্যায্য দাবি। তিনি বলেন, আমার কাছে তিপ্রাসা আগে।