আগরতলা: আমতলী থানাধিন মতিনগর সীমান্তে ভারতীয়দের সমস্যা নিয়ে ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। মতিনগর কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়দের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানাল প্রদেশ কংগ্রেস।
মঙ্গলবার দলের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ নেতৃত্ব ধান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। তারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন সম্প্রতি রাজধানীর জয়পুরে কিছু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার বিষয়টি। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ দুই জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তারা মনে করেন এটা রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের তুঘলকি কাজকর্মের একটি অংশ হল এই ঘটনা। তাই প্রদেশ কংগ্রেসের তরফে মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানানো হয় রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী বন্ধে সরকার যাতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে। শুধু তাই নয় মতিনগর ও জয়পুরে সংখ্যালঘু পরিবার গুলির বিদ্যুৎ সংযোগ যাতে ফিরিয়ে দেওয়া, তাদের সমস্যা গুলি মানবিক দৃষ্টিকোন থেকে সরকার যাতে স্মধানের জন্য পদক্ষেপ নেয়।
পাশাপাশি তারা দাবি জানান সীমান্তের কাছাকাছি বসবাস কারী লোকজন যাতে আগের মতো রাত আটটা অবধি গেট ব্যবহার করতে পারেন সেজন্য সীমান্ত রক্ষী বাহিনী যাতে উদ্যোগ গ্রহণ করেন। এখন দেখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়।