আগরতলা : ত্রিপুরায় নেই ও বি সি সংরক্ষণ। ও বি সি পড়ুয়াদের মিলছে না স্কলারশিপ। শনিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন কংগ্রেসের ও বি সি ডিপার্টমেন্টের সর্বভারতীয় চেয়ারম্যান।সাংবাদিক সম্মেলনে অজয় সিং যাদব বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান এই রাজ্যে জাতি গণনার। ও বি সিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করার। পড়ুয়াদের হস্টেলের সুবিধা মিলে না। এই অবস্থায় ও বি সি ডিপার্টমেন্টের জাতীয় চেয়ারম্যান বলেন সবকিছুর গণনা হলেও জাতি গণনা হচ্ছে না। তাঁর অভিযোগ পিছিয়ে পড়া লোকজনকে বঞ্চিত করে রাখতে চায় বিজেপি সরকার।
পাশাপাশি উনার দাবি বিধায়ক ও সাংসদের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করার। উল্লেখ্য কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সম্মেলন হবে ধর্মনগরে।
রবিবার হবে এই সম্মেলন। এতে যোগ দিতে রাজ্যে আসেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব।