আগরতলা ।।রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুই করে সম্বোধন করছেন। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে। বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন , সেনা প্রধানকে নিয়ে অসাংবিধানিক মন্তব্য করছে কংগ্রেস। এর জন্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টচার্য।

ভোট চোর গদি ছোর স্লোগান তুলে কংগ্রেস যখন শহর গরম করছে তখন নির্বাচনে রেগিং নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালো প্রদেশ বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ভোট চুরি নিয়ে অন্তত এই রাজ্যে কংগ্রেসের কথা বলার কোনো অধিকার নেই। প্রয়াত এক কেন্দ্রীয় মন্ত্রী এতটাই রেগিং করেছিল যে উনার নামটাই বিকৃত করে সন্ত্রাস হয়ে গিয়েছিলো। বামদের আমলে কংগ্রেস বলতো সায়েন্টিফিক রেগিং।

শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন নবেন্দু। এদিকে প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন করা, প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলে বিজেপি। এদিন প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, সংবিধানে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তা অবাধ নয়। বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন , সেনা প্রধানকে নিয়ে অসাংবিধানিক মন্তব্য করছে কংগ্রেস। কোনো সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেলেই অসাংবিধানিক, অশালীন মন্তব্য করছে। এতদিন ওরা চেয়েছিলো বংশ পরম্পরায় যে ভাবে রাজনীতি করে এসেছে সেই ভাবেই করে যাবে। কিন্তু এখন যেহেতু তা বাস্তবায়ন হচ্ছে না তাই তারা অস্থির হয়ে পড়েছে।

অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নিয়ে এসেছে কংগ্রেস। সেগুলি এখন ধরা পড়ছে। গণতন্ত্রে একটা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে কংগ্রেস। জাতীয় ক্ষেত্রেতো বটেই রাজ্যেও কংগ্রেস বনাম বিজেপির মধ্যে লড়াই বেশ জমে উঠেছে। দুই দলই নানা ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *