আগরতলা।।তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের রাজ্য সফর নিয়ে ফের প্রতিক্রিয়া দিলো প্রদেশ বিজেপি। প্রতিনিধি দলের রাজ্য সফর কালীন বিজেপির বক্তব্য তুলে ধরে ছিলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এবারে বিজেপির বক্তব্য তুলে ধরলেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।

প্রদেশ বিজেপির দাবি ত্রিপুরার মানুষ তৃণমূলের প্রতিনিধিদের ঘৃণার সঙ্গে বর্জন করেছেন। ত্রিপুরায় তাদেরকে চিত্রনাট্য তৈরী করতে দেওয়া হয়নি।

শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে সুব্রত বাবু আরো বলেন, গাড়ির মালিকরা গাড়ি দেয়নি। মানুষ তাদের বর্জন করেছে। তাই প্রশাসনের তরফে গাড়ির বন্দোবস্ত করা হয় যেহেতু ওই টিমে বঙ্গের মন্ত্রী ও সাংসদরা ছিলেন। তার কথায় পশ্চিমবঙ্গ স্বৈরতন্ত্রের পীঠস্থান হয়ে উঠেছে। সেখানে জঙ্গলরাজ শাসন চলছে। যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে, উন্নয়ন স্তব্ধ করে ত্রিপুরার মানুষ তাদের বর্জন করেছে।

এই রাজ্যের মানুষ রাজনৈতিক ভাবে সচেতন, বঙ্গের রাজনীতির খবর রাখেন বলে দাবি করেন সুব্রত বাবু। তিনি এদিনও, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা করা হয়নি। কেও আক্রান্ত হয়নি। কিছু প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ।

বঙ্গে বর্বরোচিতভাবে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে। এই দলকে ত্রিপুরার মানুষ কখনোই মেনে নেবে না বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *