আগরতলা।।বিধানসভা অধিবেশনে দুটি বিষয় নিয়ে সরব হবে সরকারের শরিক দল তিপ্রা মথা। শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রাক মুহুর্তে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।

তিনি বলেন, এদিনের বিধানসভা অধিবেশনে ‘শর্ট নোটিশ ডিসকাশন’ – এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন সর্ম্পকে জানতে চাওয়া হবে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়েও জানতে চাওয়া হবে। তাঁর কথায়, সরকারে থেকেও সরকারের অনেক বিষয় অজানা রয়েছে। তাই জনগণের প্রশ্নের উত্তর চাইতেই এই দুটি বিষয়ে সরব হবে তিপ্রা মথা। তিনি বলেন, বিধানসভা কোনো মল্য যুদ্ধ ক্ষেত্র নয়। এটি জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার স্থল।

তাই জনগণের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা হবে। মন্ত্রী আরো বলেন, অনেকেই বলতে পারেন সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলছে তিপ্রা মথা। কিন্তু এমনটা নয়। সরকারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ তিপ্রা মথা। তাই অনেককিছুই তাদের জানা নেই। তাই জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রশ্ন তুলবেন তারা।

মূলত পিছিয়ে পড়া জনগণ তিপ্রাসা, যাদের নিয়ে কেউ কথা বলছে না তাদের স্বার্থেই তথ্য জানার অধিকার থেকে এই বিষয়গুলি জানতে চাইবে তিপ্রা মথা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *