আগরতলা: পেহেলগাঁওয়ে নিরাপত্তা বাহিনী না থাকা সন্দেহজনক। অথচ সেখানে ত্রি-স্তরীয় নিরাপত্তা বাহিনী থাকার কথা ছিল সেখানে। স্বাভাবিক ভাবেই পেহেলগাও-র ঘটনার দায় কেন্দ্রের সরকারকে নিতে হবে।
রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় হাজার হাজার পর্যটক যায়। সেখানকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। পেহেলগাঁও এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। কিন্তু ঘটনার দিন সেখানে একজনও নিরাপত্তারক্ষী ছিল না। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা।তিনি আরো বলেন দেশে একের পর এক ঘটনা ঘটছে।
একদিকে পেহেলগাঁও ঘটনা, অপরদিকে দেশের সংবিধানের উপর আক্রমণ। এদিন এসব বিষয় নিয়েই সুর চড়ান প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।