খোয়াই।। সম্প্রতি খোয়াই এর আশারামবাড়িতে টিপরা মথার হাতে আক্রান্ত হয় বিজেপি। আশারাম বাড়ির রাজনৈতিক সংঘর্ষের সেই ঘটনাস্থল পরির্দশন করেন বিজেপির জনজাতি মোর্চা নেতৃত্ব। একইসঙ্গে তারা জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন।

অভিযোগ গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের সময় হামলা চালিয়েছে তিপ্রা মথা দলের সমর্থকরা। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছায়া গ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে হামলার ঘটনাস্থল বুধবার পরিদর্শনে যান জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব। বিজেপি দলের যে সমস্ত কর্মীদের উপর আক্রমন হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেন নেতৃত্ব।

এদিন পরিদর্শনে ছিলেন জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য জনজাতি নেতৃত্ব। তারা খোয়াই জেলার পুলিশ সুপারের সাথে দেখা করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *