আগরতলা ।।কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আওয়াজ তুলছে কংগ্রেস। দেশব্যাপী মোদি সরকার ও নির্বাচন কমিশন অবৈধ অনৈতিক কার্যকলাপ করছে বলে অভিযোগ তুলে সর্বসাধারণের মধ্যে তা তুলে ধরে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস।
তাদের অভিযোগ মোদি সরকার ও নির্বাচন কমিশন একটার পর একটা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে ভোটার লিস্টে কারচুপি সহ নানা পন্থা অবলম্বন করে আসছে। যা দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক । রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি রাহুল গান্ধীর তুলে ধরা তথ্যগুলির সাথে উল্লেখ করেন যে ২০১৪ সালের পরবর্তী সময় থেকে দেশের অধিকাংশ রাজ্য বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনগুলিতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নানাভাবে কাটচুপি সংগঠিত করে ক্ষমতাসীন হয়েছে।
এই সময়ে SIR কার্যকরী করার নামে দেশের প্রন্তিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। বিজেপির ও নির্বাচন কমিশনের ভোট চুরির বিরুদ্ধে রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন রাখেন তিনি। এই বিষয়ে কংগ্রেসকে সমর্থন জানাতে ৯৬৫০০০৩৪২০ নম্বরে মিস কল দেওয়ার জন্যে বলেন।