গন্ডাছড়া । আগামী বছরের প্রথম বা দ্বিতীয় মাসের যেকোনো সময় টিটিএএডিসি এলাকায় এডিসি নির্বাচনের ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। সঙ্গে অনুষ্ঠিত হতে পারে ভিলেজ কমিটির নির্বাচনও। ফলে রাজ্যের এডিসি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক সরগরম হতে শুরু করেছে। অন্যান্য ভোটের প্রাকমুহূর্তের ন্যায় আসন্ন এডিসি ভোটকে সামনে সাধারণ ভোটারদের একাংশ এই দল থেকে ঐদল, ওই দল থেকে এইদলে আসা এবং যাওয়া শুরু হয়ে গিয়েছে।
বুধবার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি এলাকায় বিভিন্ন দল ছেড়ে আটত্রিশ পরিবারের মোট একশো বারো ভোটার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দেন। বলা বাহুল্য ধলাই জেলার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়িতে রাইমাভ্যালি ব্লক কংগ্রেস কমিটি কর্তৃক আয়োজিত একটি যোগদান সভায় যোগ দেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস দলের দুই নেতৃত্ব সুদীপ রায়বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
উক্ত যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, সংশ্লিষ্ট সংগঠনের জেলা সভাপতি নিধু মারাক সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভায় অন্যান্য বক্তাদের পাশাপাশি বর্তমান রাজ্যের পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃত্ব সুদীপ রায়বর্মন এবং আশীষ কুমার সাহা।
উক্ত যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে আটত্রিশ পরিবারের মোট একশো বারো ভোটার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।
