আগরতলা: ওয়াকফ আইনের বিরোধিতা করলো সিপিআই এম এল। দ্রুত এই আইন বাতিলের দাবি জানাল সিপিআই এম এল।

রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সাংবাদিক সম্মেলনে তিনি আমেরিকার তরফে শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ২ এপ্রিল ভারতের রপ্তানিকৃত পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও ৯০ দিনের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ভারতকে বাধ্য করা হচ্ছে মার্কিন যুক্ত রাষ্ট্রের বিভিন্ন পণ্য ও সরঞ্জাম আমদানি করতে। চিন এবং রাশিয়া থেকে ভারত যেন পণ্য ক্রয় করতে না পারে তার জন্য বাধ্য করা হচ্ছে। ব্রিকস থেকে বেরিয়ে আসার জন্য ভারতকে বাধ্য করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দেশের সরকার নীরব।

সাংবাদিক সম্মেলন তিনি আরও বলেন ভারতের পরিযায়ী শ্রমিকদের অমানবিক ভাবে মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। অথচ ভারত সরকার কোন প্রতিবাদ করে নি। এছাড়াও বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *