আগরতলা।।সম্প্রতি চাকমাদের নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে বিজেপি ও মথার মধ্যে বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। এতদিন বিজেপি প্রকাশ্যে কিছু না বললেও এবার সরাসরি সাংবাদিক সম্মেলন করে বললো টিপরা মথার কিছু নেতা এডিসি নির্বাচন ঘিরে বাজার গরম করার জন্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রচার করছে।

এডিসি নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগেই শাসক গোষ্ঠীর দুই শরিক নিজেদের মধ্যে প্রকাশ্যে কাদা ছুড়াছুড়ি শুরু করেছে। এতদিন বিজেপি প্রকাশ্যে মাথার বিরুদ্ধে কিছু না বললেও এবার সাংবাদিক সম্মেলন করে মথার বিরুদ্ধে অভিযোগ তুললো। এদিকে প্রদ্যুৎও কিশোর দাবি কিংবা শর্ত পূরণ না হলে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছেন ।

এডিসি নির্বাচন যত এগিয়ে আসবে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে বলা হয় টিপরা মথার কিছু নেতা এডিসি ইলেক্শনের বাজার গরম করার জন্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রচার করছে। সম্প্রতি রিয়াংদের নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।

সাংবাদিক সম্মেলনে জনজাতি মোর্চার নেতারা বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। রাজন্য শাসন ছিল সেখানে। হুসেন সাহর কাছ থেকে ত্রিপুরার সেনারা একটি কামান ছিনিয়ে আনে , বর্তমানে এটি কামান চৌমুহনীতে রয়েছে। রাজমালায় এসবের স্পষ্ট বর্ণনা রয়েছে। যারা ত্রিপুরার ইতিহাস জানেন না তাদের রাজমালা পড়ার পরামর্শ দেন জনজাতি মোর্চার নেতারা।

তাদের দাবি মুখ্যমন্ত্রী রিয়াংদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু টিপরা মথার কিছু নেতা তা বিকৃত করে বাজার গরম করছে। অসাংবিধানিক মন্তব্য করে জাতি উপজাতির ঐক্যকে কেও যেন কলুষিত না করেন সেই আহ্বান জানান তারা। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা ২৩ অক্টোবর ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন।

এরই মধ্যে মথার প্রতিষ্ঠাতা তথা এম ডি সি প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি পূরণ না হলে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *