আগরতলা।।বিদ্যুতের স্মার্ট মিটারের পক্ষে এবার সাফাই দিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশেই সমস্ত রাজ্যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বাম আমলের সঙ্গেও তুলনা টানেন তিনি। রাজ্য জুড়ে এখন বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে শোরগোল চলছে। শাসক ও বিরোধীরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখছে । এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন সব কিছুই এখন স্মার্ট হচ্ছে। আধুনিক বিদ্যুৎ পরিষেবার জন্যেই স্মার্ট মিটার দরকার। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত রাজ্যে স্মার্ট মিটার লাগাতে হবে। বিরোধীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রবিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। এদিকে আইন শৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বাম আমলের সঙ্গে তুলনা টানেন।

বলেন ১৯৯৮ সালে মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর ১১২দিনে ১১৮ জন খুন হয়। অপহৃত হয় ৮৭ জন। ধর্ষণের শিকার হয় ২৯ জন। ১৯৯৩ সালে দশরথ দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর ৩ বছরে খুন হয় ৮২ জন। ধর্ষণের শিকার ১৯ জন। ১২ হাজার মানুষ উধাও হয়ে যায়। রাজ্যে তাদের পাওয়া যায়নি। বিজেপির প্রদেশ সভাপতি দাবি করেন, রাজ্যে এখন আইন শৃঙ্খলা খুবই ভালো। সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে কাজ করছে। ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার জন্যে যা যা দরকার সবই প্রধানমন্ত্রী দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

স্মার্ট মিটার ইস্যুতে যে সরকারের সিদ্ধান্ত বদলের কোনো সম্ভাবনা নেই, তা এদিনের সাংবাদিক সম্মেলন থেকেই স্পষ্ট। অর্থাৎ এই ইস্যুতে রাজনীতি আরো কিছুদিন চলবে তা বলা যায়। সাধারণ মানুষ চাইছেন বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার ও স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে আসোক ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *