আগরতলা: রাজ্যের দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৯ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া সুবিশাল জনসভা ও র্যালির জন্য প্রস্তুত বিজেপি (ত্রিপুরা) প্রদেশ।উক্ত জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মন্ত্রী শ রবীন্দ্র রাজু এবং রাজ্যের প্রভারী ডাঃ রাজদীপ রায় ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যীর উপস্থিতিতে জনজাতি মোর্চার প্রদেশ অফিস বেয়ারার, এম.ডি.সি সহ অন্যান্য জনজাতি নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে আয়োজন করা হয়। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
আগামী ৯ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া সুবিশাল জনসভাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক
আগামী ৯ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া সুবিশাল জনসভাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক প্রদেশ বিজেপি কার্যলয়ে।।
