আগরতলা।।শনিবার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস ও সহ সভানেত্রী পাপিয়া দত্ত জিবি তে গেলেন কমলপুরের শান্তিরবাজারে আক্রান্তদের দেখতে।
তারা কথা বলেন আহতদের সঙ্গে। তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে ভগবান দাস প্রতিক্রিয়া দিতেগিয়ে বলেন, এই ধরণের ঘটনা অমানবিক, দুৰ্ভাগ্যজনক।
জাতি উপজাতিদের মিলিত ভাবেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হিংসাত্মক ঘটনা দিয়ে তা সম্ভব নয়। তাতে কারোরই ভালো হবে না। সম্প্রীতি থাকলে শান্তি থাকবে। শান্তি বিরাজ করলেই উন্নয়ন সম্ভব। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
