আগরতলা: অপারেশন সিঁদুর সামরিক অভিযান নয়। এটা একেবারে নির্দিষ্ট লক্ষে জঙ্গিদের আস্তানায় করা হয়েছে জঙ্গিদের মৃত্যু নিশ্চিত করতে।

পাকিস্তান যখন বুঝেগিয়েছে তারা কোনো ভাবে পেরে উঠছে না তখন গত ১০ মে সেই দেশের ডি জি এম ভারতের ডি জি এম কে ফোন করে আলোচনার প্রস্তাব দেন। ভারত সেই প্রস্তাবে রাজি হয়। এর পরেই যুদ্ধ বিরতির ঘোষণা। এই হচ্ছে গত কয়দিনে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ নিয়ে প্রদেশ বিজেপির বক্তব্য।

সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন। তিনি দাবি করেন মাত্র ২৩ মিনিটে ভারত পাকিস্তানের ২০টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ১টি এফ ১৬ সহ ৩টি যুদ্ধ বিমান ধ্বংস করে বলে দাবি করেন। পাকিস্তানের ১০০ কিলোমিটার পর্যন্ত সীমান্তের ভিতরে ঢুকে ভারত নির্দিষ্ট লক্ষে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে। কেন্দ্রীয় সরকারের সিন্ধু জল চুক্তি স্থাগিত করা , পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরণের বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানায় প্রদেশ বিজেপি। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন এই বিরাট জয় ও প্রবল পরাক্রমের জন্যে ভারতীয় সেনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

দেশের ঐক্য অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঐতিহাসিক নির্ণায়ক জয়ের জন্যে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ২০তীর বেশি দেশ ভারতের প্রত্যাঘাতের সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে জানায় প্রদেশ বিজেপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *