আগরতলা।।স্বাস্থ দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় ভুতুড়ে কান্ড । অনলাইন রেজিস্ট্রেশন এর জন্যে যে সাইটটি দেওয়া হয়েছে সেটাই নাকি অচল হয়ে গেছে। আর খুলছে না। এই ভুতুড়ে কাণ্ডে বিড়ম্বনায় পড়তে হলো চাকরি প্রার্থীদের।
তারপর নতুন আরেকটি সাইট দেওয়া হলে মাত্র সাত দিনের সময় দেওয়া হয়। এত কম সময়ের মধ্যে হাজার হাজার যুবক যুবতী রেজিস্ট্রেশন করতে গেলে সাইটে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে সোচ্চার হয়েছে যুব কংগ্রেস। স্বাস্থ দপ্তরে ল্যাবরোটরি টেকনিশান , রেডিওলোজি ও অপটিমেট্রিক পদের জন্যে লোক চাওয়া হয়। বলা হয়েছিল চাকরি প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করানোর জন্যে। প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ প্রায় ২০ ২৫ হাজার যুবক যুবতী আবেদন করার পর অনলাইনের সেই সাইটটি অকেজো হয়েযায়। তারপর নতুন একটি সাইটে আবেদন করার জন্যে বলা হলেও সময় দেওয়া হয় মাত্র ৭ দিন। এত কম সময়ের মধ্যে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এই অবস্থায় যুব কংগ্রেসের দাবি অনলাইনের পাশাপাশি অফ লাইনেও যেন আবেদন পত্র জমা দেওয়ার সুযোগ বেকারদের জন্যে দেওয়া হয়। পাশাপাশি আবেদন পত্র জমা দেওয়ার সুযোগ আরো সাতদিন বাড়ানো হোক।
শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়।